Khoborerchokh logo

গাইবান্ধার সাদুল্লাপুর কামারপাড়ায় বিধবার সম্পত্তি আত্মসাতের অভিযোগ। 194 0

Khoborerchokh logo

গাইবান্ধার সাদুল্লাপুর কামারপাড়ায় বিধবার সম্পত্তি আত্মসাতের অভিযোগ।

মোনায়েম মন্ডল ,গাইবান্ধা থেকে
 সাদুল্লাপুরের কামারপাড়ায় বিধবার সম্পত্তি অাত্নসাতের উদ্দেশ্যে মারপিট করে মারাত্নক আহত করার অভিযোগ।
গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামনী(আঙ্গারীপাড়া) গ্রামের লাকী নামের এক বিধবার স্বামী মৃত্যুর পরেই তার বাড়ির লোকজন সব ধন সম্পদ অাত্নসাত করার উদ্দেশ্যে তাকে বেদম মারপিট করে মারাত্নক আহত করার চাঞ্চলকর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, উক্ত গ্রামের মৃত  আব্দুল হালিমের পুত্র আনিছুর রহমানের সাথে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতোলা গ্রামের জনৈক কলিমউদ্দিন এর কন্যা লাকি বেগমের বিয়ে হয়। আনিছুর রহমান ঘরে দুইটি কন্যা সন্তান রেখে আড়াই বছর আগে মৃত্যু বরণ করে। মৃত্যু কালে সে পৈত্রিক সম্পত্তি, ৫টি বন্ধক নেয়া জমি ও একটি গালামালের দোকান রেখে যান। আনিছুর মারা যাওয়ার সাথে সাথে তার ভাইয়েরা পৈতৃক জমিজমা, ৫টি বন্ধক নেয়া জমির অঙ্গিকার পত্র ও কামারপাড়াস্থ গালামালের দোকান নিজ দখলে নেয়।
এলাকার লোকজন এতিম মেয়েদের ভরনপোষণের জন্য দোকান থেকে পণ্যের লভ্যাংশ বাবদ আনিছুরের ভাইদের কাছ থেকে প্রতি মাসে দুই হাজার টাকা করে দেয়ার জন্য রাজী করায়। 
এদিকে লাকি বেগম গত ১০ আগষ্ট/২০২০ ইং সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দোকানের উল্লেখিত ২ হাজার টাকা চাইলে তাদের মধ্যে তর্ক বির্তক শুরু হয়। একপর্যায়ে তারা কিল-ঘুষি মেরে মারাত্নকভাবে আহত করে এবং যাতে বাইরে যেতে না পারে সেজন্য নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরদিন  স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। 
এ ব্যাপারে লাকি বেগম বাদি হয়ে হোসেন আলী, ইব্রাহিম, শাহিদা ও জোবেদাকে আসামী করে একটি অভিযোগ সাদুল্লাপুর থানায় দাখিল করেছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com